fbpx

কেন ডেভেলপারদের পছন্দের শীর্ষে ReactJS (MERN Stack)?

ReactJS এই নামটি শুনে আপনার মনে ২টি প্রশ্ন আসতে পারে- ReactJS কি এবং এটি শিখে কি হবে?

React JS কি?

React হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর একটি লাইব্রেরি যেটি ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস বানাতে ব্যবহার করা হয়। এর জন্ম হয়েছিলো ২০১১ সালে ফেসবুকের অফিসে কিছু দূর্দান্ত মেধাবী ইন্জিনিয়ারদের হাত ধরে। যা পরবর্তীতে ২০১৩ সালে open source হিসেবে রিলিজ দেওয়া হয়। এই রিয়েক্ট বয়সে শিশু হলেও বর্তমানে অনেক বেশি পপুলার এবং চাকরির বাজার কাপানো টেকনোলজি।

এই React js যে পপুলার সেটি কিভাবে বুঝবেন? যখন দেখতে পাবেন যে ঐ লাইব্রেরি/ফ্রেমওয়ার্কের প্রচুর পরিমানে রিসোর্স আছে এবং বেশি সংখ্যক মানুষ ব্যবহার করছে তখন ধরে নিবেন সেটি বেশ পপুলার। আপনি যদি রিয়েক্ট এর গিটহাব রিপোজিটোরি দেখেন তাহলে বুঝতে পারবেন রিয়েক্ট কতোটা এগিয়ে রয়েছে।

আপনি একজন ডেভলপার হিসেবে কেন ReactJS ব্যবহার করবেন তা আলোচনা করবো ১০টি পয়েন্টে-

1. React এ প্রচুর পরিমান অনলাইন রিসোর্স, বিশাল বড় ডেভলপার কমিউনিটি, চমৎকার সব ডেভলপার টুলস এবং এটি বিগিনার ফ্রেন্ডলি।

2. React থেকে আপনি সবচেয়ে বড় যে সুবিধাটি পাবেন তা হচ্ছে Cross platform মানে, React library ব্যবহার করে আপনি ওয়েব ডেভলপমেন্ট করতে পারেন আবার চাইলে মোবাইল এপ ডেভেলপ করতে পারেন। সহজ কথায় আপনি এক ঢিলে দুই পাখি মারতে পারবেন।

3. React এর চমৎকার গুণ হচ্ছে এর simplicity. এটি কোর জাভাস্ক্রিপ্ট এর পাশাপাশি JSX নামের সিনট্যাক্স ব্যবহার করে যাতে আমরা জাভাস্ক্রিপ্ট এর মাঝে HTML লিখতে পারি।

4. খুব সহজে ডায়নামিক অ্যাপ্লিকেশন তৈরী করা যায়। ডাইনামিক অ্যাপ্লিকেশন বানানো পূর্বে অনেক কঠিন ব্যাপার ছিলো কিন্তু React এটাকে খুব সহজ করে দিয়েছে। এর জন্য কম কোডিং প্রয়োজন এবং এর কার্যকারিতা অনেক বেশি।

5. রিয়েক্ট সর্বদাই একমুখী ডেটা প্রবাহ করে থাকে। মানে, যখন একটি React app ডিজাইন করা হয়, তখন Parent এবং child কম্পোনেন্টের মধ্যে কানেকশন তৈরী করতে হয়।

6. React আমাদের UI component গুলোকে রি-ইউজ করার সুবিধা দিয়ে থাকে। এটি রিয়েক্টের একটি বড় বিউটি।

7. React ব্যবহারের মেইন পারপাস হচ্ছে এটি অনেক simple, fast & scalable একটি লাইব্রেরি।

8. Facebook, Whatsapp, Instagram, Uber ইত্যাদির মতো বড় বড় Tech Giants কোম্পানিগুলো React ব্যবহার করছে।

9. ‌রিইউজেবল রিয়েক্ট লাইব্রেরী কোড সহ কম সময়ে দ্রুত ডেভেলপমেন্ট এবং কোডিংয়ে ইরর কমাতে সাহায্য করে। এবং ইউজার ইন্টারফেসের ডিজাইন অসাধারন ও দ্রুতগতি সম্পন্ন হওয়ার কারণে এটি ডেভেলপারদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও,
– রিয়েক্ট জেএসের কোড রিডাকশন হয় স্নিপেট ও কম্পোনেন্ট হিসেবে।
– জেএসএক্স (JSX) এর অপশন গুলো সরাসরি DOM কে ম্যনিপুলেট করে।
– ভার্চুয়াল DOM ওয়েব সাইটের পারফর্মেন্স বৃদ্ধিতে অনেক সহায়ক।
একারণেই মূলত রিয়েক্ট দিয়ে ডেভেলপ করা সকল ওয়েবসাইট অসম্ভব রকম ফাস্ট হয়ে থাকে। ডেভেলপারদের জন্য রিয়েক্টকে পছন্দ করার এটিই অন্যতম কারণ।

10. ফেসবুক ক্রোম এক্সটেনশন ডেভেলপ করেছে যা দিয়ে খুব সহজে রিয়েক্ট ডিবাগ করা যায়। এটি রিয়েক্ট ওয়েব অ্যাপ্লিকেশনক ডিবাগিং প্রসেসকে করেছে অনেক সহজ ও দ্রুত।

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে – React এর এতো এতো সুবিধা কিন্তু এর ভবিষ্যত কি?

React Js জনপ্রিয় হবার পিছনে অবশ্যই যথাযথ কারন রয়েছে। এটি Stack Overflow Developer Survey 2021 এর রিপোর্ট মতে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন ওয়েব ফ্রেমওয়ার্ক/লাইব্রেরি হচ্ছে React JS. Stack Overflow তে React এর ট্রেন্ডস দেখা যাচ্ছে। ২০২১ সালের সার্ভে অনুযায়ী বিশ্বের প্রায় ৪০.৪% প্রফেশনাল ডেভলপার এটি নিয়ে কাজ করে। ( Source: https://insights.stackoverflow.com/survey/2021… )

এছাড়াও বিশ্বের বড় বড় Tech Giants company গুলো React JS ব্যবহার করছে যেমনঃ Facebook, Twitter, Netflix, Tesla ইত্যাদি। আপনি যদি মনে করেন এসব কম্পানি এর ফিউচার ব্রাইট, তাহলে রিয়েক্ট শিখলে আপনারও ফিউচার ব্রাইট। কিন্তু শর্ত হচ্ছে শেখার মতো শিখতে হবে।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।