ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি যদি এমন একটি স্ট্যাক খুঁজে পান যেটি আপনাকে একই সাথে সব রকমের ট্যুলস ব্যবহারের সুবিধা দিবে, তাহলে আপনি কি সেটি রেখে অন্য স্ট্যাকে কাজ করতে চাইবেন?
নিশ্চয়ই না। ঠিক এই কারণেই MERN স্ট্যাক ডেভেলপারদের পছন্দের শীর্ষে চলে এসেছে। কারণ MERN স্ট্যাকে একইসাথে একটি স্মুথ, ডায়নামিক এবং স্কেলেবল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্যে প্রয়োজনীয় সবগুলো ট্যুল আছে।
MERN অ্যাক্রোনেমটি ভাঙলে পাওয়া যায় Mongodb, Express.js, React.js, Node.js। অর্থাৎ MERN স্ট্যাকে ডেটাবেজ হিসেবে আপনি পাচ্ছেন Mongodb যেটি ক্লাউড ডেটাবেজ হিসেবে কাজ করে। Express.js এবং Node.js একত্রে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্যে কাজ করে কেননা Node.js মূলত একটি জাভাস্ক্রিপ্ট এনভাইরনমেন্ট এবং Express.js ফ্রেমওয়ার্কের কাজ করে। আর সবশেষে আছে React.js যেটি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ করতে সাহায্য করে।
MERN স্ট্যাক পুরোপুরি Javascript ল্যাঙ্গুয়েজ এর নির্ভরশীল। Javascript ব্যবহার হওয়ার কারণে ইতোমধ্যে MERN প্রচুর পরিমানে অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয়েছে। MERN স্ট্যাক সবথেকে বেশি কার্যকর এবং নির্ভরযোগ্য অ্যাপ্লিকেশন নিশ্চিত করতে পারে। বর্তমানে অনেক বড় বড় কোম্পানি MERN স্ট্যাক ডেভেলপার নিয়োগ দিচ্ছেন। এছাড়াও ফ্রিল্যান্সিং সেক্টরে MERN স্ট্যাক ডেভেলপারদের প্রচুর চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রে একজন MERN স্ট্যাক ডেভেলপার বছরে প্রায় ১৪৫ হাজার ইউএস ডলার পর্যন্ত ইনকাম করে থাকেন।